স্টাফ রিপোর্টার, নড়াইল
চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হিমায়েত সদর উপজেলার মধুরগাতি গ্রামের ফজলুল হক ফকিরের ছেলে।
আরও পড়ুন: নড়াইলে ইউপি চেয়ারম্যান হিমায়েতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চাকই-মরিচা বাজারের মাছের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: নড়াইলে সাব-কন্ট্রাক্টরের কাছে ১০ লাখ টাকা দাবি চেয়ারম্যানের
পুলিশ জানায়, চেকের প্রতারনার দুইটা মামলা সাজাপ্রাপ্ত আসামি হিমায়েত। সাজা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল থানা পুলিশের একটি দল চাকই-মরিচা বাজারের একটি মাছের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে মামলার হুমকি হিমায়েত চেয়ারম্যানের
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, হিমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে চেকের প্রতারনার দুইটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। থানা পুলিশ ওয়ারেন্টমুলে তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: হিমায়েত চেয়ারম্যানকে স্যান্ডেল নিক্ষেপ: প্রতিপক্ষকে ফাঁসাতে বোমা হামলার নাটক !