স্টাফ রিপোর্টার, নড়াইল
চলে গেলেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিষ্য চিত্র শিল্পী সমির কুমার মজুমদার।শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
শিল্পী সমির কুমার মজুমদারের বাড়ি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামে।
এস এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্র মুখার্জি বিষয়টি নিশ্চিত করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, শনিবার ভোররাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া কলেজের এস এম সুলতান মঞ্চে আনা হচ্ছে ১১ টার পর। সেখান থেকে শিল্পীর কর্মস্থল এস এম সুলতান শিশুস্বর্গে নেয়া হবে।
তিনি আরও জানান, শিল্পী সমির কুমার মজুমদারের শেষ ইচ্ছা অনুযায়ী সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের নিজ বাড়িতে তাকে মহাহিত করা হবে।