১২০০ জোড়া জুতা নুসরাত ফারিয়ার ! ১২০০ জোড়া জুতা নুসরাত ফারিয়ার ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

১২০০ জোড়া জুতা নুসরাত ফারিয়ার !

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
ছবি সংগৃহীত

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রূপের সাজসজ্জা, পোশাক, অলংকারে তিনি বরাবরই অতুলনীয়। রিল থেকে রিয়েলে লাইফ- সবখানেই ফ্যাশনেবল এ অভিনেত্রী।

রূপ ও চুলের সাজ, পোশাক, অলংকার ছাড়াও ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ জুতা। পায়ে থাকে বলে অনেকেরই হয়তো চোখে পড়ে না। কিন্তু সাজের সঙ্গে জুতার রং ও ডিজাইনের ম্যাচিং না হলে সাজে আসে না পূর্ণতা।

তাই বিভিন্ন সাজে পোশাক ও অলংকারের পাশাপাশি প্রয়োজন হয় মানানসই জুতা। আর সে কারণেই জুতার আলাদা সংগ্রহ রাখতে হয় নায়িকাদের। নুসরাত ফারিয়ার সংগ্রহে থাকা জুতার সংখ্যা ১২০০ জোড়া। নিজে এ তথ্য জানান।

সম্প্রতি ফারিয়া তার ফেসবুকের সংগ্রহে থাকা জুতার র‌্যাকের সামনে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনে লিখেছেন, ‘টকিং টু মাই সু’জ (আমার জুতাগুলোর সঙ্গে কথা বলছি)।’

নুসরাত ফারিয়ার বলেন, ‘এগুলো আমি ২০১৩ সাল থেকে সংরক্ষণ করছি।’ ফারিয়ার সংগ্রহে নামীদামি ব্র্যান্ডের অনেক জুতা রয়েছে। যার মধ্যে নিউ ইয়র্কভিত্তিক ফ্যাশন হাউস ডিকেএনওয়াই, যুক্তরাষ্ট্রের গেস, আমেরিকান কেনেথ কোল, কানাডিয়ান অলডো, সিঙ্গাপুরের চার্লস অ্যান্ড কিথ, নিউ ইয়র্কের স্টিভ ম্যাডেন, জারাসহ আমেরিকান ডিজাইনার মাইকেন কোর্সের ডিজাইন করা জুতা অন্যতম।

ফারিয়া বলেন, ‘সাধারণত আমি দেশের বাইরে যখন যাই, তখন জুতা কিনি। আমার সংগ্রহের অধিকাংশই দেশের বাইরে থেকে কেনা।’

এত জুতা মেইনটেইন করা হয় কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি মাসেই অন্তত একবার করে এগুলো পরিষ্কারসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে হয়।’

ম্যাচিং করে এই জুতাগুলোই ফারিয়া ব্যবহার করেন বিভিন্ন শুটিং থেকে শুরু করে ব্যক্তিগত প্রয়োজনে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!