নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসিকে টপকে গেছেন। তবু ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী বড় করে দেখলেন বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টাকেই। ম্যাচের একটা বড় সময় তার দলকে যে চেপে ধরেছিলেন জামাল ভূঁইয়ারা!
বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রধান প্রফুল্ল প্যাটেলের শুভেচ্ছা বার্তা এসেছে। বার্তা জানিয়েছে ফিফাও। কিন্তু সুনীল সেই সব নিয়ে গা ভাসাতে রাজি নন আদৌ।
বাংলাদেশের বিপক্ষে শেষ ১১ মিনিটে দুই গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যাটা ৭৪-এ উন্নীত করেছেন ছেত্রী। আরও অবাক করা তথ্য, বিদেশের মাটিতে ২০ বছর পর ভারতের প্রথম জয় এটি! সব মিলিয়ে জয় পেয়েছে সাড়ে আটশ দিনেরও বেশি সময় পর! এত কিছুর পরেও ম্যাচ পরিস্থিতিই প্রাধান্য পেল অধিনায়ক ছেত্রির কাছে। বললেন, ‘বেশ কঠিন ম্যাচ ছিল। একটা সময় পর্যন্ত বাংলাদেশ ভাল লড়াই করছিল। আমরা এই ম্যাচে আরও বেশি গোলে জিততে পারতাম। তবে দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লাম। এতেই শান্তি পেয়েছি।’
তবে ২০ বছর পরে জয়ের বিষয়টি অবশ্য জানতে পেরেছেন ম্যাচের পরে এসে। তবু তিন পয়েন্টেই যত তৃপ্তি ভারতীয় অধিনায়কের। সুনীল বললেন, ‘এটা জানতাম না আমি। এমন এক জয়ে আমার নাম লেখা থাকবে এটাই তো বড় পাওয়া। জিতলে তো সবাই মাথায় তুলে রাখে। গত ম্যাচগুলোতেও কিন্তু আমরা ভালই খেলেছিলাম। সেটা অনেকে মনে রাখেনি। তবে যাই হোক তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলাম। এটা ভেবেই ভাল লাগছে।’