স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল শহরের চারলেনের সড়ক উন্নিত করনের জন্য নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার শহরের ভওয়াখালী, রুপগঞ্জ বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময়খুলনা বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টেট ও আইন কর্মকর্তা মো: ইয়ানুর রহমান, নড়াইল সড়ক অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন।
নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের কারনে সড়কের উন্নয়ন কাজ ব্যহত হচ্ছিল। দির্ঘদিন ধরে তাদের উচ্ছেদের নোটিশ দেয়া হলেও তারা কর্নপাত করেনি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, শতাধিক ব্যবসা প্রতিষ্টান নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছে।
জানাগেছে, নড়াইল শহরের চারলের সড়ক উন্নয়নের জন্য প্রায় একশত আশি কোটি টাকা ব্যায়ে প্রায় ৬কিলোমিটার সড়ক নির্মান কাজ চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধনে। অবৈধ দখলদারদের কারেন উন্নয়ন কাজ ব্যহত হচ্ছিল।