খাজা হত্যা: বিএনপি নেতাসহ ৩৬ জনের নামে হত্যা মামলা খাজা হত্যা: বিএনপি নেতাসহ ৩৬ জনের নামে হত্যা মামলা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

খাজা হত্যা: বিএনপি নেতাসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে খাজা মোল্যা (৩৮) নামের যুবক হত্যার ঘটনায় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখসহ ৩৬ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাজা মোল্যা হত্যা মামলায় ৩৬ জনকে আসামি করা হয়েছে। শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দুইজনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে আটক করা হয়। তারা এ হত্যা মামলার ১৭ ও ২৭ নং এজাহার নামীয় আসামি। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য শাহাদুল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের বিরোধ চলে আসছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতা পলাশ শেখ সমর্থিত লোকজন শাহাদুল মেম্বার সমর্থিত লোকজনের জমি দখল, গাছ কাটা, জমির ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ তোলে কয়েক দফায়। স্থানীয় পর্যায়ে থানা পুলিশের হস্তক্ষেপে শান্তিপূর্ণ অবস্থানের আশ্বাস দেয় দুই পক্ষ।

বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুমোরডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যা নামের যুবককে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!