কালিয়ায় সিআইজি দলের মাঝে প্রায় ১২লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ কালিয়ায় সিআইজি দলের মাঝে প্রায় ১২লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

কালিয়ায় সিআইজি দলের মাঝে প্রায় ১২লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনটি ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি দলের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ যন্ত্রপাতি বিতরণ করেছেন কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।

সোমবার (২৪মে) দুপুরে উপজেলার দেওয়াডাঙ্গা সিআইডি দলের মাঝে একটি পাওয়ার টিলার ও দুটি পাওয়ার থ্রেসার, বনগ্রাম সিআইজি দলে দুটি পাওয়ার টিলার একটি পাওয়ার থ্রেসার এবং বি-টনা সিআইজি দলের মাঝে একটি পাওয়ার টিলার ১টি পাওয়ার থ্রেসার ও ১টি রিপার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃকবির উদ্দিনসহ কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস বলেন, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড(AIF-2) এর ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত সিআইজি তিনটি দলের মধ্যে ৭০% ভর্তুকির মাধ্যমে আজ ৪টি পাওয়ার টিলার,৪টি পাওয়ার থ্রেসার ও ১টি রিপার বিতরণ করা হলো। সর্বমোট ১১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার ভর্তুকি দেওয়া হল।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x