স্টাফ রিপোর্টার:
নড়াইলে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর উপজেলার সিংগাশোলপুর ও কলোড়া ইউনিয়নকে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন। রোববার সিংগাশোলপুর ও কলোড়া ইউনিয়য়ের গোবরা বাজারে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবানসহ সুরক্ষা উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
বাজারের মাছ, মাংস, ফল ও খুচরা ব্যাবসায়ীদের মধ্যে লকডাউনে আরোপিত বিধিনিষেধ সম্পর্কে সচেতন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও বিট পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ।