
স্টাফ রিপোর্টার, নড়াইল
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি’র মনোনয়ের দাবিতে গণ সমাবেশ করেছে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের সমর্থকরা।
সোমবার বিকালে শহরতলীর মালিবাগ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, সদর উপজেলা যুগ্ম-সম্পাদক এনামুল সরদার, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মীলু শরীফ প্রমূখ।
গণ সমাবেশে বক্তরা বলেন, আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতিক দিতে হবে। ধানের শীষ প্রতিক পেলে ভোটে বিজয়ী হয়ে নড়াইল-২ আসন দলকে উপহার দিতে চাই। আশা করছি এই গণ সমাবেশের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছাবে তিনি সঠিক সিদ্ধান্ত নিবেন এবং মনিরুল ইসলামকে দলীয় প্রতিক দিবেন। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।