
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল- ১(কালিয়া উপজেলা ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ধানের শীষের পক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কলোড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এসভা অনুষ্ঠিত হয়।
কলোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি প্রবাশী বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস।
এসময় আরও বক্তব্য কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর বিশ্বাস, সদস্য সচিব মীনা মোহাম্মাদ মাসুদ পারভেজ,, ৮নং কলোড়া ওয়ার্ড বিএনপির সভাপতি শ্যামল বিশ্বাস, বিএনপি নেতা রেজাউল বিশ্বাস, যুবদল নেতা ইমরান সিকদার, ইয়াসির আরাফাত পান্নু প্রমূখ।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এসময় বক্তরা বলেন, বিগত সময়ে আমরা এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছি। উন্নয়নের নামে আওয়ামীলীগের নেতা-কর্মিরা লুটপাট চালিয়ে পকেট ভারি করেছে। তাই আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১আসনে বিএনপির মনোনিত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে নড়াইল-১ আসন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চায়। সকলকে ধানের শীষ প্রতিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তরা।
আলোচনা সভার আগে আগদিয়া বাজার ও চৌরাস্তায় ধানের শীষের পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।