
স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আকবার মোল্যা (৬৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধ অটোভ্যান চালক আকবার মোল্যা উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাক নড়াইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে নিহত বৃদ্ধ অটোভ্যান চালক আকবার মোল্যা তার চালিত ভ্যানটি নিয়ে মূল সড়কে উঠছিলেন। এ সময় ট্রাকটির ধাক্কায় অটোভ্যান চালক আকরাম মোল্যা গুরুতর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।