৫ দফা দাবীতে নড়াইলে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান ৫ দফা দাবীতে নড়াইলে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

৫ দফা দাবীতে নড়াইলে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও বকেয়া বেতন-ভাতার ৫ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান, আব্দুর শুকুর, মাওলানা বিল্লাল হুসাইন, মাওলানা তৈয়েবুর রহমান, মাওলানা ইনামুল হক প্রমুখ।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

মানববন্ধন চলাকালে বক্তারা এ সময় বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদনি প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি ১৯৯৩ ৭ম পর্যায় সফলভাবে সমাপ্ত হয়েছে। ০১ জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে প্রশ্ন লক্ষ্যে সরকারী অর্থায়নে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্য বই ও শিক্ষা সহায়ক উপকরণ মুদ্রণ ও নির্দেশনার আলোকে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত ১৯ আগস্ট ২০২৪ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা রাজস্বখাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করেন। উক্ত ঘোষণার বাস্তব অগ্রগতি পরিলক্ষিত হয়নি। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বস্ত সুত্রে জানতে পারি ৫ মাসের বেতন-ভাতা বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা হবে। এতে প্রকল্পের কর্মরত ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে।

গত ঈদুল ফিতরেও শিক্ষক-কেয়ারটেকারদেরকে বেতন-ভাতা দেওয়া হয়নি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন । কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল ঈদুল আজহার তাদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে। এই সকল দাবী মানা না হলে সারা দেশে আরও কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে বলে জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্বরকলিপি প্রদান করা হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!