নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
হিন্দি গানের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’, ‘আপ কি কাশিস’, ‘দিল নাসি’সহ অনেক জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মাতিয়েছিলেন। এবার দীর্ঘদিন পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন এই গায়ক।
সম্প্রতি ঘোষণা দেওয়া হিমেশের এই অ্যালবামটির নাম ‘সুরুর ২০২১’। এরই মধ্যে অ্যালবামের প্রথম টিজার প্রকাশ করেছেন শিল্পী। এই অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের মেলোডির দিকে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন তিনি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে হিমেশ বলেন, “কথা দিচ্ছি, ‘সুরুর ২০২১’-এর গানগুলোর মাধ্যমে সবাইকে মেলোডি গানের এমন একটি যুগে ফিরিয়ে নেবে, যাতে থাকবে পরিপূর্ণ বিনোদন। দীর্ঘ সময় ধরে গানগুলো কম্পোজ করেছি। এখন আমার অপেক্ষার অবসান ঘটছে, গানগুলো নিয়ে সন্তুষ্ট, তাই অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছি।’
তিনি আরও জানান, হিমেশ রেশমিয়া মেলোডিসের ব্যানারে নির্মিত এই অ্যালবামটির মাধ্যমে ভারতের বেশ কয়েকজন মেধাবী নতুন সংগীতশিল্পীকে বড় পরিসরে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন তিনি। যা খুবই কম দেখা যায়।
হিমেশ রেশমিয়ার প্রথম স্টুডিও অ্যালবাম ‘আপ কা সুরুর’ প্রকাশের পর ৫৫ মিলিয়ন কপি বিক্রিয় হয়েছিল। যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম। প্রথম স্থানে থাকা মাইকেল জ্যাকসনের বিক্রি হয় ‘থ্রিলার’ ৬৫ মিলিয়ন।
নতুন অ্যালবামটিও ‘আপ কা সুরুর’-এর মতো সবাই পছন্দ করবেন বলেও প্রত্যাশা হিমেশের।
উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘ইয়ে হে জালওয়া’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’, ‘তেরে নাম’ প্রভৃতি সিনেমায় সংগীত পরিচালনা করেও সফলতা পান হিমেশ। ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় সুর-সংগীত এবং প্রথমবারের মতো প্লেব্যাকে তাকে খ্যাতির সামনের সারিতে নিয়ে যায়। হয়ে ওঠেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক।