নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ক্যারাম খেলায় খুব ভালো ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্যারাম খেলার ছবি দিয়ে একটি স্টাটাস দিয়েছেন। স্টাটাসে কি বোঝাতে চাইছেন তিন বারের এই সংসদ সদস্য ?
নড়াইল নউজ ২৪.কম এর পাঠকদের জন্য হুবহু তুলেধরা হলো:-
কবিরুল হক মুক্তি লিখেছেন, শৈশব কালে ক্যারাম বোর্ড খেলা পছন্দের একটি গেইম ছিলো। তখন হিট টু ফিনিস কোন ব্যাপার ছিলো না। দীর্ঘদিন পরে সেই শৈশব কালের ক্যারাম খেলার চর্চা করলাম।
ক্যারাম খেলার সাথে বাস্তব জীবনে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে ক্যারাম খেলায় ঘুটি জোরে মারবেন পকেট থেকে উঠে যাবে, আস্তে মারবেন পকেটে পৌঁছায়বে না। নিজের ঘুটি পকেটে দিতে গেলে অনেক বাঁধা অতিক্রম করতে হবে। ক্যারাম বোর্ডের উপর ডিপেন্ট করে স্ট্রাইক ছাড়ার গতি টা নিয়ন্ত্রণ করতে পারলেই সফল হবেন।
তেমনিভাবে, বাস্তব জীবনে কোন কিছু তাড়াহুড়ো করে করবেন পড়ে যেয়ে ঝরে যাবেন, আস্তে করবেন পিছনে পড়ে যাবেন। নিজের লক্ষে পৌঁছাতে গেলে অনেক বাঁধাই অতিক্রম করতে হবে। তবে সময়ের গতির সাথে কাজের গতি মিলিয়ে রাখবেন সফল হবেন। তবে উভয় ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে।
লেখক পরিচিতি
কবিরুল হক মুক্তি
সংসদ সদস্য, নড়াইল-১