নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে স্কুলের ছেলেমেয়েদের করোনার টিকা দেয়া হবে। শনিবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী ১৫-২০ দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল গোয়িং ছেলেমেয়েদের টিকা দেয়া হবে। যে টিকা এই বয়সের ছেলেমেয়েদের দেয়া সম্ভব, সেটাই আমরা দেব। আমেরিকার ফাইজারের টিকা দিয়ে শুরু করব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক মানুষকেই আমরা টিকা দেব, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। আমরা খুব ভাগ্যবান যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা ১০ কোটি টিকার প্রস্তাব পেয়েছি। তারা ১০ কোটি টিকাই আমাদের দেবে। যার দাম প্রায় ৫ হাজার কোটি টাকা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক দেশ আছে, যারা সেভাবে টিকা নিতে পারেনি। আমরা প্রায় আড়াই কোটি লোককে টিকা দিয়েছি এবং দেড় কোটি লোক দুই ডোজ টিকা পেয়েছে।’
মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ অনেকে।
কলেজশিক্ষার্থীরা টিকা পাচ্ছে শিগগিরই:
এর আগ শিগগিরই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
বরিশাল সরকারি কলেজ মিলনায়তনে শুক্রবার রাত ৮টার দিকে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে আবারও যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায়, তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে। আমরা কলেজশিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশালের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন।
করোনা মহামারির কারণে প্রায় ১৭ মাস বন্ধ রাখার পর ১২ সেপ্টেম্বর সারা দেশে স্কুল খুলে দিয়েছে সরকার। স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীদের টিকা দিতে সরকারের ওপর অভিভাবকদের চাপ বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়ার কথা বলছেন কর্মকর্তারা।