নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ইয়েমেন সীমান্তের কাছে সৌদির জাজান শহরে স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে ওই ড্রোন হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ সংবাদ জানানো হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলায় আহতের মধ্যে সৌদির ছয় যাত্রী ও বিমানবন্দর কর্মী, বাংলাদেশের তিন এবং সুদানের এক শ্রমিক রয়েছেন।
আহত পাঁচজনের আঘাত গুরুতর নয়। বাকিদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই হামলায় বিমানবন্দরেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
এসপিএ জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে প্রথম হামলার পরের দিন শনিবার ভোরে আরেকটি ড্রোন হামলা চালানো হয়। দ্বিতীয় ড্রোন হামলা রুখে দেয়া হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করে বিধ্বস্ত করে।
তিনি বলেন, বিধ্বস্ত ড্রোন থেকে পড়া ধ্বংসাবশেষ যাত্রীসহ বিমানবন্দর কর্মীদের আহত করে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে হুতি বিদ্রোহীরা। ক্ষমতাচ্যুত সরকারকে ফের ক্ষমতায় বসাতে চাইছে সৌদি জোট।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হয়ে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরব।