নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সীমান্তবর্তী এলাকাটিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার এই হামলা চালায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
আহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলা লক্ষ্যচ্যুত করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। হামলার সময় শার্পনেলের আঘাতে ১২ জন আহত হন।
আল আরাবিয়া টিভির একটি বিবৃতিতে সৌদি জোট হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার জনগণকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য সামরিক উদ্দেশে ব্যবহৃত স্থানগুলো এড়িয়ে চলতে বলেছে।
ইয়েমেনের সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে হুতিরা তাড়িয়ে দেয়ার পর ২০১৫ সাল থেকে সরকার পুনর্বহাল করতে লড়ছে সৌদি সামরিক জোট।
এ অবস্থায় হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। প্রায়ই হুতি-সৌদি জোটের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
আভা বিমানবন্দরে সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া।