স্টাফ রিপোর্টার, নড়াইল
বিশ্ব বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে চলা ১৫ দিনব্যাপী সুলতান মেলা পর্দা নামছে আগামীকাল সোমবার। শহরের সুলতান মঞ্চে সকালে সমাপনী ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
এবছর সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী।
জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা বিভাগের ডিআইজি মঈনুল হক, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যপক খান শাহাবুদ্দিন, পৌরমেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু।
এর আগে গত ১৫ এপ্রিল মেলার উদ্বোধন হয়।