সালমান শাহ আমার অনুপ্রেরণা – শাকিব খান সালমান শাহ আমার অনুপ্রেরণা – শাকিব খান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

সালমান শাহ আমার অনুপ্রেরণা – শাকিব খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার অনুপ্রেরণা মনে করেন সালমান শাহকে। চিত্রনায়ক সালমান শাহ আজও স্বপ্নের নায়ক। সোমবার তার ২৫তম মৃত্যুবার্ষিকী। তবুও তাকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। সাধারণ দর্শক তো বটেই দেশীয় সিনেমার তারাকা অভিনয়শিল্পীরাও সালমান শাহকে ভাবেন তাদের অনুপ্রেরণা। সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান চিত্র নায়ক কিংখ্যাত শাকিব খান।

কারও মৃত্যু হলে ধীরে ধীরে সবাই ভুলতে থাকে, কিন্তু সালমান শাহর বেলায় তা উল্টো হয়েছে জানিয়ে শাকিব বলেন, ‘কোনও শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী।’

শাকিবের কাছে সালমান শাহ ভাটির আগে উজানের ঢেউ। বলেন, ‘৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন।’

‘শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল।’ বলেন শাকিব খান।

প্রয়াণ দিবসে প্রিয় নায়ককে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে শাকিব বলেন, ‘তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তার জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য। ২৫ তম প্রয়াণ দিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সালমান শাহ …’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!