নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিকে ‘আওয়ামী খাস’ কমিটি বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ করেন। সার্চ কমিটি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করে রিজভী সরকারকে বলেছেন, ‘দেশকে ভয়ানক গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না।’
রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি করেছেন। এটাকে ‘সার্চ কমিটি’ না বলে বরং ‘আওয়ামী খাস কমিটি’ বলাটাই যুক্তিযুক্ত মনে করি। এরা ভুপেন হাজারিকার সেই গানের মতো ‘মোরা যাত্রী একই তরণীর’। এরা একই ঝাঁকের কৈ।”
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। তার আগে নতুন কমিশন গঠনের লক্ষ্যে ডিসেম্বর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। আগের দুটি সংলাপে অংশ নিলেও বিএনপি এবার এই সংলাপ বর্জন করেছে। তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে গেছে। বলেছে, এই সরকার ছাড়া নির্বাচন কমিশনে যাকেই নিয়োগ দেয়া হোক না কেন কোনো লাভ হবে না।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে।
এরই মধ্যে শনিবার সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগরে বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যা সোহরাব হোসাইন এবং সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন ও কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
এদের মধ্যে ছহুল হোসেন গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
রিজভী বলেন, ‘অনুসন্ধান কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে একান্তভাবে সরকারের আস্থাভাজন। এগুলো দিয়ে জনগণের সঙ্গে নাটক, প্রহসন, প্রতারণা, রঙ তামাশা চলছে।
‘নির্বাচন কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। তাই সরকারকে বলব, এই মুহূর্তে পদত্যাগ করুন। ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করুন’
বিএনপি নেতা বলেন, ‘জনগণ বিশ্বাস করে-নির্দলীয়, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার গঠনের পর সেই সরকার নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের অধীনেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।