স্টাফ রিপোর্টার:
সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাটের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
শনিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, নিখিল কুমার সরকার প্রমূখ।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
বক্তরা অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা, মন্দির বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।