নড়াইল নিউজ ২৪.কম:
আগামীকাল থেকে (সোমবার) স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৩ মে) সরকারি বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩০ মে পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দূরপাল্লার গণপরিবহ, লঞ্চ ও ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।