নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
‘বধূ বেশে’ প্রকাশ্যে এসে আবারও আলোচনায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোববার (১৩ জুন) পাহাড়ে বেড়াতে যাওয়ার ছবি প্রকাশ করেছেন তিনি।
এই ছবি নিয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘প্রকৃতির সমস্ত সৌন্দর্য পাহাড়ের বুকেই লুকিয়ে’। ২টি ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটাগরিকেরা। তাদের ধারণা, কনের সাজের পরেই পাহাড়ের ছবি। তবে কি চতুর্থ বিয়ের মধুচন্দ্রিমায় পাহাড়ে যেতে চান এই অভিনেত্রী?
অনেক দিন ধরেই আলাদা থাকছেন শ্রাবন্তী-রোশন দম্পতি। মাঝে রোশন জানিয়েছিলেন, নির্বাচন মিটলেই বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হবেন। যদিও তার সাম্প্রতিক দাবি, বিচ্ছেদ নয়। আরও এক বার শ্রাবন্তীর সঙ্গেই ভাঙা সংসার জুড়তে চান।
এদিকে রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই শোনা যাচ্ছিল, ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী। তার নতুন প্রেমিকও ব্যবসায়ী। এমনও রটেছিল, তিনি নাকি নতুন প্রেমিকের সঙ্গে পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন! সেই ছবিই কি অভিনেত্রী প্রকাশ করেছেন আজ? শ্রাবন্তীর এই সাম্প্রতিক ছবিগুলো কে তুলেছে সেটা নিয়েও কৌতূহল নেটিজেনদের।