নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
বুবলীর সঙ্গে সম্পর্ক নেই, অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময় কাটছে নায়কের- শাকিব খানের ভক্তদের জন্য এসব খবর বেশ পুরোনো। এখন নতুন খবর হলো এক সঙ্গে দেখা গেল বুবলী ও শাকিবকে। সঙ্গে আছে নায়কের ছোট ছেলে শেহজাদ খান বীরও।
নানা ঘটনার পর যখন এ প্রসঙ্গ অনেকটাই আড়ালে, তখন চিত্রনায়িকা বুবলী কয়েকটি ছবি পোস্ট করে গল্পের মোড় ঘুরিয়ে দিলেন। বৃহস্পতিবার ফেসবুকে শাকিব ও ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, স্কুলে ভর্তি করতে ছেলেকে নিয়ে যাচ্ছেন তারা।
বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন…।’
তিনি লিখেছেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’
বুবলী লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’
ছবির কোনোটিতে দেখা যাচ্ছে শাকিবের কোলে ছোট ছেলে বীর, পাশে স্কুলব্যাগ হাতে দাঁড়ানো বুবলী। কোনোটিতে একে অন্যের দিকে তাকিয়ে আছেন তারা। আবার কোনোটিতে বসে আছেন তিনজন। সবার মুখেই হাসি।
রাজধানীর ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) বীরকে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। চিত্রনায়িকা অপুর গর্ভে জন্ম নেয়া শাকিবের বড় ছেলে জয়কেও আগে একই স্কুলে ভর্তি করা হয়েছে বলে তথ্য রয়েছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শাকিব-অপু-বুবলীর সম্পর্কের রসায়ন বেশ জটিল। এই সংবাদমাধ্যমে আসে অপুর সঙ্গে ঘুরছেন শাকিব, তো এই আসে বুবলীর সঙ্গে ঘুরছেন নায়ক। দুই ছেলেকেই যে তিনি বেশ ভালোবাসেন, তা দেখা যায় ফেসবুক খুললেই। তবে অপু আর বুবলীর সঙ্গে শাকিবের এখন সম্পর্ক কী; তা নিয়ে আলোচনা হতে পারে বিস্তর।
গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বুবলীকে নিয়ে শাকিব কথা বলেন। শাকিব সেই সাক্ষাৎকারে বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।
‘অফস্ক্রিন মানে পর্দার বাইরের জীবন। মানে, বাস্তবে জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’
ওই সাক্ষাৎকারের পরদিন ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ ও অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে বেশ ক্ষোভ ঝাড়েন বুবলী।
বুবলী এতে লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কী সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?’
তিনি লেখেন, ‘কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী! শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো।’
নায়কের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়নি উল্লেখ করে নায়িকা লেখেন, ‘কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন।’
স্বামী শাকিবের উদ্দেশে বুবলী লেখেন, ‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়।
‘অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিলো। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’
এরপর কিছুদিন শাকিব প্রসঙ্গ থেমে থাকলেও পরে যুক্তরাষ্ট্রে এক সঙ্গে দেখা যায় শাকিব-অপুকে। তাদের সঙ্গে সময় কাটায় ছেলে জয়ও। গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর অপু-জয়কে রিসিভ করেন খোদ শাকিব খান। এরপর এক গাড়িতে চড়ে গন্তব্যে চলে যান তারা। ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন শাকিব নিজেও।
শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
পরের বছরের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় তাদের ছেলে শেহজাদ খান বীরের। গত বছরের ৩০ সেপ্টেম্বরে এসব তথ্য জানান বুবলী। শাকিবের সঙ্গেও বুবলীর বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বুবলী দিয়েছেন ভিন্ন তথ্য।