স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলায় ৭ দিনের লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকেই লগডাউন বাস্তবায়নে কাজ করছে লোহাগড়া উপজেলা প্রশাসন। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, লোহাগড়া থানা অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনসহ লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অপরদিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন জানান, লোহাগড়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে এবং লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।এসময় সরকারি নির্দেশ অমান্য, গণপরিবহন চলাচল এবং স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করার অপরাধে ৩ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।