স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া পৌর সভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভায় কে হচ্ছেন নৌকার মাঝি তার ভাগ্য নির্ধারন হবে। ইতি মধ্যে লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানাগেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতা-কর্মিরা লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছেন। তিনিই নৌকার কান্ডারি হচ্ছেন বলে নেতা-কর্মিদের দাবি। তবে জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল কোন সূত্রই এমন সংবাদের সত্যতা এখন পর্যন্তু নিশ্চিত করেনি।
দলীয় সূত্র জানায়, মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহ-সভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।