স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে ৯ ব্যবসায়ীকে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার লোহাগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়াইলের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ এবং নড়াইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম। এসময় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপারাধে বাজারের ৯ ব্যবসায়ীকে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।