স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় দাঙ্গা কবলিত এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা করছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সোমবার বিকেলে লোহাগড়া থানার আয়োজনে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা মাদ্রাসা মাঠে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এসময় আরো বক্তব্য রাখেন নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, বর্মমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, তরিকুল ইসলাম টুটুল, স্থানীয় ইউপি সদস্য শরফুজ্জামান বোরাক প্রমূখ।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় নড়াইল নিউজ ২৪.কম কে জানান, নিজেদের ছেলেমেয়েদের প্রতি দৃষ্টি ও খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা যেন মাদক, জঙ্গিবাদ ও খারাপ কাজের দিকে না চলে যায়। তিনি আরো বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে ।