স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী সৈয়দ মশিয়ূর রহমানের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ করেছে। বুধবার লোহাগড়া বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের লোহাগড়া উপজেলা কমান্ড সমাবেশের আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা এম এম গোলাম কবীরের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মনোনীত প্রার্থী সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান, বীর সৈয়দ সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান বাচ্চু, কামরুল ইসলাম শিকদার ও সালেকিন বাচ্চা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক সদরউদ্দিন শামীম।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
বীর মুক্তিযোদ্ধারা বলেন, ২০ বছর বয়সী এই পৌরসভার কোনো উন্নয়ন নেই। নেই পৌর ভবন, সি ক্যাটাগারির পৌরসভা, রাস্তাঘাটের বেহালদশা, লোহাগড়া বাজারের গলিপথের নাকাল অবস্থা। আমরা একজন ভালো প্রার্থী পেয়েছি। একজন সৎ, যোগ্য ও ভালো মানুষ। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই তাঁর পক্ষে থাকার ঘোষনা দেন জাতির এই শ্রেষ্ঠ সন্তানেরা।