স্টাফ রিপোর্টার:
জেলার লোহাগড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য পালিত হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যেছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
লোহাগড়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন প্রমূখ। এসব কর্মসূচিতে দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নড়াইলে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে