স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল(৩০ আগস্ট)। সোমবার বিকেলে প্রাক্তন ছাত্রলীগ, নলদী ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধানবক্তার বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তূজা স্বপন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য লিপি খানম।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা শেখ মোঃ নূর জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগৈর সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম, নলদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ পাখি, সাধারন সম্পাদক নুর জালাল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক শরিফুল ইসলাম সাবু ও জেলা পরিষদের সদস্য রিয়াজ মাহমুদ মিশাম। সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান নড়াইল নিউজ ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।