স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে (৩০ আগস্ট)। সোমবার বিকেলে প্রাক্তন ছাত্রলীগ, নলদী ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা শেখ মোঃ নূর জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম সাবু।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য খোকন কুমার সাহা, নলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, আয়োজক প্রাক্তন ছাত্রলীগ নলদী ইউনিয়ন শাখার কমিটির আহ্বায়ক ইমদাদ মোল্যা, যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।