নড়াইলের লোহাগড়া আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযয়েছে। রোববার থানার আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম(বার)।
এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন প্রমূখ।
এসময় লোহাগড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, লোহাগড়া থানার অন্যান্য অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ছবি:- নড়াইল নিউজ ২৪.কম
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ আপনাদের এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, লোহাগড়ার এই পরিবেশ ধরে রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি। নিজেদের ছেলে-মেয়েদের প্রতি দৃষ্টি রাখতে হবে ছেলে-মেয়েরা যেন মাদক, জঙ্গিবাদ ও খারাপ কাজের দিকে ধাবিত না হয়।