স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নড়াইলে লোহাগড়া উপজেলার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা।এ সময় জেলা, উপজেলা, পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নড়াইল জেলা যুবলীগের নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন
এর আগে নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে নড়াইল জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৮ মে দির্ঘ ২৮ বছর পর সম্মেলনের মাধ্যমে গাউসুল আযম মাসুমকে সভাপতি ও খোকন কুমার সাহাকে সাধারন সম্পাদক করে জেলা যুবলীগের কমিটি আংশিক কমিটি ঘোষনা করা হয়।