স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ে এ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিজ্ঞান, বাংলা,ইংরেজি, বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ, গনিত ও কম্পিউটার বিষয়ে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
শিক্ষার্থীরা পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গোবরা মিত্র কলেজের সহকারী অধ্যাপক প্রনব কুমার সাহা, বরাশুলা ক্যাডেট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক এম এম মাহবুবুর রশিদ লাভলু।
এ সময় লোহাগড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া,লোহাগড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।