স্টাফ রিপোর্টার:
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রণিসম্পদের প্রদর্শণীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় এই প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলীনা পারভিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু। এসময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া পৌর মেয়র আশরাফুল আলম,লোহাগাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান প্রমূখ । আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।