অবসরকালীন সময়ে জন্মভূমি মধুমতী পাড়ে আসব – সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ অবসরকালীন সময়ে জন্মভূমি মধুমতী পাড়ে আসব – সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ – Narail news 24.com
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

অবসরকালীন সময়ে জন্মভূমি মধুমতী পাড়ে আসব – সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন। শনিবার (১৫ জুন) দুপুর ২ টার দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদ হেলিকপ্টারযোগে লোহাগড়া শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্ল্যার মাঠ) অবতরণ করেন। এরপর তিনি লোহাগড়া বাজারে ট্রাস্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি মধুমতী আর্মি ক্যাম্পে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে স্হানীয় জণগণদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি মধুমতী আর্মি ক্যাম্পে একটি বৃক্ষ রোপণ করেন। পরে তিনি মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্হানীয় সূধীজনসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, ‘১৯৮১ সালে সেনাবাহিনীতে প্রবেশ করে সফলতার সাথে এ প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করে সফলতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছি। মানুষের দোয়া ও ভালোবাসার কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এ রকম প্রাপ্তি খুব কম মানুষের জীবনে আসে-এটা ভাগ্যের ব্যাপার।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ ক্রীড়া অনুরাগী হিসেবে তিনি নড়াইলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেবেন বলে এ আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘অবসরকালীন সময়ে তিনি জন্মভূমি নড়াইলের মধুমতী পাড়ের লোহাগড়ায় আসবেন এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করবেন বলে দৃড় আশাবাদ ব্যক্ত করেন’।

পরিদর্শনকালে ৫৫ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল মাহবুবুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদ মাদারীপুর জেলার জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে পরিদর্শন শেষে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন করেন এবং একটি নতুন ব্রিগেড সিগন্যাল কোম্পানির শুভ উদ্বোধন করেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x