স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্না হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে আমাদা নুরানী মাদ্রাসা চত্বরে অত্র মাদ্রাসার সভাপতি সরদার রইচ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও শেখ মহসিন শেখের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বি. এম. কামাল হোসেন, ৫নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নুর মোহাম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর সভার মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক কাজী ইমরান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার বার্ষিক
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।