নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ অভিযানে প্রথমবারের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে বিমান ভূপাতিত করল রুশ সেনারা। রাজধানী কিয়েভের আকাশে ইউক্রেনের যুদ্ধবিমান সু-২৭ কে ভূপাতিত করে এস-৪০০ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর দ্বিতীয় দিনে ২৫ ফেব্রুয়ারি এই বিমান ভূপাতিত করার ঘটনাটি ঘটে। তবে এস-৪০০ কে ইউক্রেনের ভেতরে মোতায়েন করেনি রুশ সেনারা। যেই এস-৪০০ কিয়েভের আকাশে বিমান ভূপাতিত করেছে, তার অবস্থান বেলারুশে। ভূপাতিত সু-২৭ বিমানের পাইলট ওলেক্সান্ডার ওকসেনচেঙ্কো নিহত হয়েছেন।
পাইলট কর্নেল ওলেক্সান্ডার সাবেক সোভিয়েত ইউনিয়নের সময় যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। ইউক্রেনে প্রশিক্ষিত পাইলটের ঘাটতি থাকায় এই যুদ্ধের সময়ে তাকে আকাশে বিমান ওড়াতে হয়। প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ৫৩ বছর বয়সে মারা যাওয়া এস পাইলট ওলেক্সান্ডার ওকসেনচেঙ্কোকে ‘হিরোস অফ ইউক্রেন’ উপাধিতে ভূষিত করেছেন।
সু-২৭ বিমান ভূপাতিত করার মাধ্যমে এস-৪০০ বিশ্বরেকর্ড করেছে। এর আগে আর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূর থেকে বিমান ভূপাতিত করতে সক্ষম হয়নি। এস-৪০০ এর বিষয়ে রাশিয়া দাবি করে থাকে, এর ৪০এন৬ ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করা সম্ভব। এ ছাড়া একই সময়ে ৮০টি লক্ষ্যবস্তু নিয়ে কাজ করতে পারে এস-৪০০। এর আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকি উপেক্ষা করে এস-৪০০ এর বিষয়ে আগ্রহী হয়ে ওঠে তুরস্ক ও ভারত। এ ছাড়া চীনের কাছেও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
এদিকে সোভিয়েত আমলে তৈরি সু-২৭ চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান। শব্দের চেয়ে দ্রুতিগতিতে ছুটতে পারা সোভিয়েত আমলে নির্মিত এই ইউক্রেনীয় যুদ্ধবিমানগুলোর ম্যানুভার সক্ষমতা থাকলেও ইলেকট্রনিক ওয়েরফেয়ার ও স্টেলথ সক্ষমতায় ঘাটতি রয়েছে। মার্চের ৫ তারিখেও রাশিয়ার যুদ্ধবিমান এসইউ-৩৫-এর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ৪টি সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।