স্টাফ রিপোর্টার, নড়াইল
শৈত্যপ্রবাহে হতদরিদ্র, মাদ্রাসার কোমল শিক্ষার্থী ও এতিমদের মাঝে রাতের বেলায় নিজে গিয়ে কম্বল বিতরণ করছেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
গত কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্প্রতিবার রাতে জেলার বেশ কিছু মাদরাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। প্রকৃত শীতার্তরা যাতে কম্বল পায় সে লক্ষ্যে শীতকে উপেক্ষা করে তিনি নিজ হাতে কম্বল বিতরণ করে চলেছেন।
বৃহস্পতিবার রাতে দিকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইল শহরের কবরস্থান সংলগ্ন মাদরাসা, মাছিমদিয়া কওমী মাদ্রাসা, সীমানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা এতিম খানা ও গরীবশাহ এতিমখানার এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে ২৫০পিচ কম্বল বিতরণ করেন। এসময় নেজারত ডেপুটি কালেক্টরেট(এনডিসি) মো: জিসান আলী, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ সহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসকশারমিন আক্তার জাহান বলেন, ‘ চলতি শীত মৌসুমে সরকারীভাবে বরাদ্দকৃত কম্বল যাতে প্রকৃত শীতার্তরা পায় সে জন্য আমি নিজে গিয়ে দেখে শুনে কম্বল বিতরণ করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন এলাকার হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসার কোমলমতি শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে প্রকৃত হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা হতদরিদ্র শীতার্তদের পাশে এগিয়ে আসলে আমাদের চারিপাশে কেউ শীতে কষ্ট পাবে না।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ হাজার ৯’শ ২৪টি কম্বল বিতরন করা হচ্ছে।