ছবিতে আমার সাথে যে ব্যক্তি উনি রবিউল ইসলাম। উনাকে উদারতার জন্য ধন্যবাদ না দিলেই নয়। আজ গেছিলাম হবখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর চর সিংগিয়া গ্রামে কৃষক ক্লাবের ঘরের জন্য যায়গা দেখতে। ওখানে যেয়ে যা দেখলাম তাতে আমি হতবাক হয়ে গেছি। ছবির ব্যক্তি নিজের চায়ের দোকান বাদ দিয়ে কৃষকদের জন্য ক্লাব ঘর করার যায়গা করে দিলেন। উনার এ উদারতা দেখে ক্লাবের পাশে চায়ের দোকান করার জন্য এলাকাবাসী ব্যবস্থা করে দিলেন। তবে উনি যা করতে চেয়েছিলেন তার থেকেও আরো ভালো হবে ইনশাল্লাহ। স্যালুট ভাই আপনাকে এমন মহানুভবতা দেখানোর জন্য। আজিবন মন মানুষিকতা এমন থাকুক এই দোয়া করি। ছবিতে যে বাশ বাধা দেখছেন তা ছবির এই মানুষটার চায়ের দোকানের জন্য করা ছিলো। বেচে থাকুক মহানুভবতা।