নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা মিত্রদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখান করে রাজধানী কিয়েভেই অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। বেশ কয়েকবার তার কিয়েভ ত্যাগের গুজব ছড়িয়ে পড়লেও তিনি নিজেই নিশ্চিত করেছেন, কিয়েভেই অবস্থান করছেন তিনি।
এবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পোস্ট করা ভিডিওতে তিনি জানিয়েছেন কিয়েভেই অবস্থানের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন তিনি।
ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি লুকিয়ে নেই এবং কাউকে আমি ভয় পাই না। (আমি থাকবো) এই যুদ্ধে জয়ী হওয়ার আগ পর্যন্ত।’
সোমবার রাতে ভিডিও বার্তাটি রেকর্ড করা হয়েছে তা প্রমাণ করতে সে সময় তিনি তার কার্যালয় থেকে রাতের কিয়েভ নগরী দেখান।
এর আগে রুশ অভিযান শুরুর তৃতীয় দিনেই রাশিয়ার পার্লামেন্ট ডুমার স্পিকার ভায়াচেসলাভ ভলোদিন বলেছিলেন, ‘জেলেনস্কি কিয়েভ ছেড়েছেন। দলবল নিয়ে তিনি লভিভে পালিয়েছেন। সেখানে তিনি ও তার সহযোগীরা আগেই থাকার জায়গা ঠিক করে রেখেছিলেন।’
এর জবাবে সে সময় জেলেনস্কি কিয়েভ শহর থেকেই সে সময় ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলতে দেখা যায়, ‘অনলাইনে অনেক গুজব ছড়িয়ে পড়েছে, আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছি। আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। আমাদের দেশকে আমরা রক্ষা করব।’