নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান আপাতত ব্যস্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে। যেখানে তার ব্যাট হাসছে না খুব একটা। তবে এই অলরাউন্ডারের মেয়ে ইরাম হাসান ঠিকই চলে এসেছেন আলোচনায়। তার কাণ্ড রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন সাকিব।
ঠিক কী করেছে ইরাম? চকোস্প্রেডের একটি কন্টেনারে হাত ঢুকিয়ে চেটেপুটে খেয়েছে। এবং যত না খেয়েছে, তার চেয়ে বেশি মাখামাখি করেছে মুখে। যেমনটা করে থাকে অন্য বাচ্চারাও।
রোববার মেয়ের এমন কাজের ছবি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন সাকিব। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গত বছর ২৪ এপ্রিল সাকিব ও তার স্ত্রী শিশিরের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি মেয়ের নাম রেখেছিলেন ইরাম। সাকিব মাঝে মধ্যেই ইরামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
তিন সন্তান রয়েছে সাকিবের। প্রথম দুজন কন্যা সন্তান। আর চলতি বছরের ১৫ মার্চ পুত্রসন্তান হয়েছে তার। সাকিব-শিশিরের বড় মেয়ের নাম আলাইনা। পাঁচ বছর বয়স তার। ২০১২ সালের ১২ ডিসেম্বরে সাকিব ও শিশিরের বিয়ে হয়।