মুশফিকের সেঞ্চুরিতে ইতিহাস গড়াড়ে চাই বাংলাদেশ মুশফিকের সেঞ্চুরিতে ইতিহাস গড়াড়ে চাই বাংলাদেশ – Narail news 24.com
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে জেলা রোভার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরে লক্ষ্যে মতবিনিময় নড়াইলে কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদযাপন, বন্দীদের পান্তা-ইলিশে আপ্যায়ন নড়াগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা নড়াইলে খেজুর সন্ন্যাসী পূজা অনুষ্ঠিত  সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার নড়াইল জেলার গত ১৪ দিনে ৫ জনকে খুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহতের ঘটনায় বাড়ি ভাংচুর-লুটপাট, অগ্নি সংযোগ নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

মুশফিকের সেঞ্চুরিতে ইতিহাস গড়াড়ে চাই বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম:

সুযোগ এর আগেও এসেছিল, তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। এশিয়ার অন্য দুই পরাশক্তি ভারত আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে এখনো অধরা বিজয় উল্লাস। এবার ঘরের মাঠে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ওয়ানডে ৩৩ রানে জয়ের পর আজ লঙ্কানদের ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ- ২৪৬ অল আউট, ৪৮.১ ওভার (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১; চামিরা ৩/৪৪, সান্দাকান ৩/৫৪)

এই ম্যাচে দীর্ঘ ২৩ মাস পর সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মুশফিকুর রহিম। রঙিন পোশাকে এর আগে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে তার দ্বিতীয় ওয়নাডে শতকটি এলো আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ১৫ ইনিংস পর। এটি একদিনের ক্রিকেটে মুশফিকের অষ্টম শতক। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫তম।

পরিসংখ্যান বলছে, ২০০২ সাল থেকে চলমান সিরিজের আগ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ৬টি সিরিজ লঙ্কানদের দখলে। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। আজ (২৫ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সফরকারীদের ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। এই রানের মধ্যে কুশল পেরেরার দলকে আটকে দিতে পারলে নতুন রেকর্ড যুক্ত হবে বাংলাদেশের দলের নামের পাশে।

সিরিজ জয়ের মিশনে গত ম্যাচের মতো এ ম্যাচেও টস ভাগ্য কথা বলে অধিনায়ক তামিম ইকবালের হয়ে। যথারীতি আগে ব্যাটিং নিতে ভুল করেননি তিনি। একাদশে দুই পরিবর্তন, তাসকিন আহমেদের পরিবর্তে অভিষেক ক্যাপ পরেন শরিফুল ইসলাম। আলোচিত মোহাম্মদ মিঠুনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আরো একবার সুযোগ পান লিটন দাস।

এই সুযোগটিও কাজে লাগাতে পারেননি লিটন। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি, বেখেয়ালি ব্যাটিংয়ে বাঁহাতি রিস্ট স্পিনার সান্দাকানকে উইকেট দিয়েছেন ২৫ রান করে। ৪২ বলে ইনিংসটিতে চার মারেন দুটি। লিটনের আগে ফিরেছেন আরও দুজন। ওপেনানার তামিম ইকবাল ১৩ রানে আউট হওয়ার পর একই পথ ধরেন সাকিব আল হাসান। রানের খাতা খুলতে পারেননি তিনি।

লিটনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে এসে আগ্রাসী শুরু করেন তামিম। প্রথম ওভারের প্রথম তিন বলে টানা ৩টি চার মারেন তিনি। তবে পরের ওভারেই চামিরার বলে খেই হারিয়ে লেগ বিফোরের ফাদে পড়ে ফেরেন ৬ বলে ১৩ রান করে। ৩ বল পরে একই পথ ধরেন সাকিব। লিটন ২৫ ও মোসাদ্দেক ১০ রান করে আউট হলে ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

প্রথম ওয়ানডের মতো এবারও দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে দুজন ১০৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে বিপদমুক্ত করেছিলেন। আজ তাদের জুটি থেকে আসে ৮৭ রান। সান্দাকানকে সুইপ করতে গিয়ে উইকেটের পিছনে ধরা পড়েন রিয়াদ। এতে শেষ হয় তার ৪১ রানের ইনিংসটি। এর মাঝে অবশ্য ফিফটি তুলে নেন মুশফিক, সেটিকে পরে তিন অঙ্কে রূপ দেন।

মাহমুদউল্লাহএ আউটের পর আফিফ হোসেন ১০ ও মেহেদী হাসান মিরাজ কোন রান না করে আউট হলে বড় সংগ্রহের স্বপ্নে ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে। পরে দুই দফার বৃষ্টিতে প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে খেলা। বৃষ্টির আগে সাবলীল ব্যাটিংয়ে নিজের রানের চাকা সচল রাখেন মুশফিক। বৃষ্টির পর কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তিনি।

আগের ম্যাচে ৮৪ রানে আউট হয়েছিলেন। এবার আর ভুল করেননি। দীর্ঘ ২৩ মাস পর আসলো মুশফিকের এই সেঞ্চুরি। পরে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ১২৫ রান করে। ১২৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০টি চারের মারে। শেষদিকে সাইফউদ্দিনের ১১ রানের কল্যাণে ইনিংসের ৪৯তম ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামিরা ও সান্দাকান ৩টি করে উইকেট নেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x