নড়াইলে আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে নড়াইল ও লোহাগড়ার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পূর্বেই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহোযোগিতায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। নড়াইলের আইন শৃঙ্খলা রক্ষার্থে তার সাথে আবার ও মাশরাফীর সহযোগিতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আরো ১০০ টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে । এখন মোটামুটি নড়াইল ও লোহাগড়া পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সিসি ক্যামেরার আওতায় আসবে। এই সিসি ক্যামেরা গুলো নড়াইল জেলা পুলিশ সুপার এর কার্যালয় এবং লোহাগড়া থানা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে করে শহরের অধিকাংশ এলাকা পুলিশের নজরদারিতে চলে আসবে যার ফলে সবধরনের অপরাধ ও অপ্রতিকার ঘটনা রোধ করা সম্ভব হবে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর ফেসবুক পেইজ থেকে নেওয়া