নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় মালয়েশিয়ায় ১৪ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। আগামী ১ থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এই লকডাউন চলবে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
লকডাউন চলাকালে প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে অন্য সব সেক্টরকে কাজ করার অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫৫২ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।