নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের মানবাধিকারের কথা বলে একটি মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন। রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।
এরপর বিষয়টি আলোচনায় আসে, রাজনীতির মাঠও উত্তপ্ত হয়ে ওঠে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র্যাবকে না নিতে ১২ সংগঠন চিঠি দিয়েছে।
বিষয়গুলো তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা।’
বাংলাদেশ চীনের প্রতি বেশি ঝুঁকে পড়েছে এমন বিষয় সামনে আসলে মোমেন বলেন, ‘বলা হয়, বাংলাদেশ চীনের লেজুড় হয়ে যাচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। চীনের লোন ট্র্যাপের কথা বলা হয়, লোন ট্র্যাপে পড়তে হলে অন্তত ৪০ ভাগ লোন থাকতে হয়। সাকুল্য আমাদের লোন আছে ১৫ ভাগ। সবচেয়ে বেশি লোন আমরা নিয়েছি বিশ্ব ব্যাংক, এডিবি এবং আইএমএফের কাছ থেকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি লোন জাপানের কাছ থেকে নেয়া। এখানে লোন ট্র্যাপের কোনো সুযোগ নেই।’