মাধ্যমিক স্কুল-কলেজে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু মাধ্যমিক স্কুল-কলেজে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু – Narail news 24.com
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

মাধ্যমিক স্কুল-কলেজে ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইল নিউজ ২৪.কম শিক্ষা ডেস্ক:

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ২২ ফেব্রুয়ারি থেকে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধের আগে যেসব ক্লাস হচ্ছিল, সেসব ক্লাস দিয়ে শুরু করা হবে।
‘দ্বিতীয় ডোজ টিকা যারা নিয়েছেন, তারাই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারবে। যারা দ্বিতীয় ডোজ টিকা নেয়নি, তারা অনলাইনে ও টিভিতে ক্লাস করবে। এখন পর্যন্ত মোট ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন শিক্ষার্থী প্রথম ডোজ এবং ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে। আশা করছি ২১ ফেব্রুয়ারির মধ্যে সবার দ্বিতীয় ডোজ দেয়া শেষ হবে।’

তিনি বলেন, ‘যাদের টিকা নেয়া শেষ না হবে, তারা পূর্ণ ডোজ না নেয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনে ক্লাস করবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের নিজস্ব সময়সূচি ঠিক করে নেবেন, তবে ২২ ফেব্রুয়ারি থেকেই তারা তাদের ক্লাস শুরু করতে পারবেন। সকল ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে আরও অপেক্ষা করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের যেহেতু টিকা নেয়া হয়নি, আমাদের পরামর্শকরা যেটা বলেছেন যে, সংক্রমণ দ্রুত নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

‘২২ তারিখের পর থেকে ১০ দিন থেকে ২ সপ্তাহ পর আমরা আশা করছি প্রাথমিকের শিক্ষার্থীদেরও আমরা শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব। এখনও যে অবস্থা আছে, তাতে ২২ তারিখে প্রাথমিককে শ্রেণিকক্ষে নিয়ে আসছি না। আমরা সপ্তাহ দুয়েক সর্বোচ্চ দেখব।’
মন্ত্রী বলেন, ‘১২ বছরের নিচে যারা তাদের টিকাদানের বিষয়েও একটি উদ্যোগ নেয়া হচ্ছে। সেই কাজটিও আমরা যত দ্রুত পারি…এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের বিষয় আছে। সেগুলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর তারা দেখছে।

‘তারা যখনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করাসহ সব প্রস্তুতি নিয়ে রাখছেন। যখনই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর তৈরি হবেন সবকিছু নিয়ে, তখনই আমরা সে কার্যক্রমও শুরু করতে পারব।’

স্কুল খুললেও ক্লাস সংখ্যা বাড়বে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে অবস্থায় আমরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করেছিলাম, ঠিক সেই জায়গা থেকে আমরা শুরু করব। আমাদের চেষ্টা থাকবে সংক্রমণ যত নামতে থাকবে, আমাদের ক্লাসের সংখ্যাও তত বাড়বে। যত দ্রুত পারি আমরা স্বাভাবিক জায়গায় নিতে চেষ্টা করব।’

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। টানা দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।

করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে গত ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে।

এসএসসি-এইচএসসি হতে পারে জুন-আগস্টে

করোনা মহামারির মধ্যে এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে নেয়া হতে পারে বলে ধারণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে কি না, পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।’

সরকারের ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে এই পরীক্ষাগুলো নেয়া যায়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x