নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তান। অন্যদিকে ভারতের পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে চীন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দুই দেশই। কিন্ত দুই দেশের মধ্যে ভারতের জন্য কে সবথেকে বেশী বিপদজনক? পাকিস্তান নাকি চীন?
এ প্রশ্নের উত্তর জানালেন ভারতীয় সেনাবাহিনীর জেনারেল বিপিন রাওয়াত। তিনি স্পষ্টত বলেন, পাকিস্তানের তুলনায় ভারতের জন্য অনেক বড়ো বিপদ হলো চিন। তবে দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেক্ষেত্রে ভারত শক্তিশালী প্রতিবেশীকেই সবথেকে বেশী গুরুত্ব দেয়।
কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে সেই প্রতিবেশীকে গুরুত্ব তো দিতেই হবে। তবে বিপিন রাওয়াত পাকিস্তান সম্পর্কে বলেন, পাকিস্তানকে আমরা কোনওভাবেই হাল্কাভাবে নিচ্ছি না। কারণ, তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী যে কোনও সময়ে বিপদজনক হয়ে উঠতে পারে।