স্টাফ রিপোর্টার, লোহাগড়া, নড়াইল
নড়াইলে দির্ঘদিন পর লোহাগড়া উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল লোহাগড়া আদর্শ সরকারি কলেজ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্যা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাসের জাহাঙ্গীর আলম। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, এসএম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক টিপু সুলতান প্রমূখ।
জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত ইফতার মাহফিলে যোগদান করেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সরকার ডামি নির্বাচন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন করেছে। সরকারি বাহিনী দিয়ে হামলা করেছে। মামলা দিয়ে কারাবন্দীদের নির্যাতন করেছে। তাদেরও তাদের পরিবারের সম্মানার্থে আজকের এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
বক্তারা ভারতীয় পণ্য বর্জন করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম করানো হয়েছে।
আলোচনাসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।